বিশ্বাস এবং বিজ্ঞানের ধন্দ !

খুলনা জিলা স্কুলে পড়ার সময় আমাদের বাংলার স্যার ছিলেন গিয়াস আতাম চৌধুরি।
তিনি ক্লাস লেকচারে বিশ্বাস এবং বিজ্ঞানের পার্থক্য বুঝাচ্ছিলেন।
ক্লিনটন এবং হিলারির একমাত্র মেয়ের নাম চেলসি।
স্যার বললেন, ক্লিনটন যদি বলে চেলসি তাদের দুইজনের মেয়ে, তাহলে এটা বিশ্বাস।
আর হিলারি যদি বলেন, চেলসি হচ্ছে ক্লিনটন এবং হিলারির মেয়ে, তাহলে এটা বিজ্ঞান।
এরপর স্যার একটু দম নিয়ে মুচকি হেসে বললেন, বিজ্ঞান মেয়েদের দখলে। ছেলেদের আছে বিশ্বাস।
স্যারকে হাই টেন।
স্কুলটা ছেড়েছি দুই বছর হলো তবুও হাজারো গল্প বাসাবেঁধে আছে এই বুকে।
"জীবনটা খুব সুন্দর কিন্তু 'স্কুল জীবনটা' তার থেকেও সুন্দর"!!!!

Comments

Popular posts from this blog

দুঃখ করো না, বাঁচো !

এক টুকরো আকাশ !