বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, আমার ইচ্ছে করে তাদের মতো হই।
যেমন রফিক, সালাম, বরকত।
কিন্তু আমার যে এত সাহস নেই। ভাষার জন্য পুলিশের গুলিতে নিজের জান দিয়ে দেবো? আমার ভয় করে।
আর তাছাড়া এখন তো আর সেই দিন নেই যে, ''রাষ্ট্র ভাষা বাংলা চাই '' -বলে মিছিল করতে হবে। আমাদের রাষ্ট্র ভাষা তো বাংলাই। এই রফিক, সালাম , বরকতরা তো এটাই বাস্তবায়ন করেই গেছে।
তাহলে আমি কি করবো?
একটা কাজ আমি করতে পারি।
সাদা পাঞ্জাবি পড়ে , খালি পায়ে শহীদ মিনারে ফুল নিয়ে যেতে পারি। মিছিলে দাঁড়িয়ে এইসব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি।
কিন্তু এইটুকু করলেই কি আমি ভাষা সৈনিকদের সমান হতে পারবো?
সারা বছরে মাত্র একটি দিন, তাও সেটা সরকারি ছুটির দিন। সেই দিনে সেজেগুজে শহীদ মিনারে গেলেই কি আমার সব দায়িত্ব শেষ? ব্যাপারটি কি এত সহজ?
আমার তা মনে হয় না।
এরচেয়ে যদি আমি একটা কাজ করি?
বাংলা ভাষায় ইন্টারনেটে লিখি। কবিতা, গান, গদ্য।
কিন্তু আমি যে সুন্দর কবিতা বা গান লিখতে পারি না।
ঠিক আছে। কোনো সমস্যা নেই। আমি বরং লিখে সার্চ দেই। গোলাপ নিয়ে গুগলে অনেক লেখা আসবে। আমি বেছে গোলাপ সংক্রান্ত সবচেয়ে সেরা লেখাটি অনুবাদ করি। তারপর সেটা ফেসবুকে স্ট্যাটাস আকারে দিই। ব্লগস্পটে ফ্রি ব্লগ খুলে সেখানেও লেখাটা পোস্ট করি।
তাহলে কি হবে?
বাংলায় যখন কেউ গোলাপ লিখে সার্চ দেবে, তখন আমার এই লেখাটি গুগলে দেখাবে। সেই লেখা পড়ে অনেকেই আনন্দ পাবে।
এ্কইভাবে গোলাপ, জোছনা, রাত, চাঁদ, হাসনাহেনা, মঙ্গলগ্রহ, নাসা- গণিত, ভূগোল, বিজ্ঞান, বদনা যত বিষয় আছে, সব নিয়ে আমি যেন বাংলায় লিখি। ইন্টারনেটে সেই লেখা প্রকাশ করি। প্রতিদিন না পারি, প্রতি সপ্তাহে যদি একটি ছো্ট্ট লেখা ইন্টারনেটে ছেড়ে দেই, কেমন হয় ব্যাপারটা?
খুবই ভালো হয়। আজ থেকে এক বছর পর কেউ যদি গুগলে লেখে গোলাপ, তাহলে সে দেখবে, গোলাপ নিয়ে অনেক মজার, শিক্ষামূলক এমনকি হাস্য রসাত্মক লেখা আছে।
এমনকি কেউ যদি বদনা লিখে গুগল করে, তাহলে বদনা সংক্রান্ত শয়ে শয়ে লেখা চলে আসবে।
ইন্টারনেট হচ্ছে বিশাল একটা ফসলের ক্ষেত।
এই জমির মালিক আমরা সবাই।
আসুন, এই জমিতে আমরা বাংলা লেখার চাষ করি।
আমরা শুদ্ধ বাংলায় সুন্দর সুন্দর লেখা লিখে ইন্টারনেট ভরে ফেলি।
বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন রফিক, সালাম, বরকত।
বাংলা ভাষার জন্য আমরা কি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবো না?
আসুন, ইন্টারনেটের ফসলের মাঠে আমরা প্রাণভরে বাংলায় লিখি।
ভালো লেখা। সুন্দর লেখা।
আমরা হয়ে উঠি আজকের দিনের রফিক, সালাম এবং বরকত।

Comments

Popular posts from this blog

দুঃখ করো না, বাঁচো !

এক টুকরো আকাশ !