পর্ব: ১
সাবসিডিয়ারি কেমেস্ট্রি পরীক্ষার দুই দিন আগে ডিসিশান ফাইনাল করে ফেললাম..নাহ, পরীক্ষা দেয়া সম্ভব নয়..
অথচ ভাল পরীক্ষার জন্য কি করি নাই..H2O এর হাইড্রোজেন আর অক্সিজেন পরমানু গুনে গুনে পানি খেতাম, লবন কে বলতাম সোডিয়াম ক্লোরাইড, এমন কি বন্ধু সৌমিনের গন্ধযুক্ত গ্যাসকেও দিব্যি সালফার ডাই অক্সাইড বলে সহ্য করে নিতাম..
এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না..আজ দুপুরে হলের কেন্টিনে লাঞ্চের টেবিলে দেখা হলো ক্লাসের ফার্স্ট বয় নুরুল হুদার সাথে..ডাল ভাতের মধ্যে কাচা মরিচ ডলতে ডলতে ব্যাটা কেমেস্ট্রির যেই দুই চারটা ইকুয়েশান এর কথা বলল তাতেই আমাদের পেট গুলিয়ে সালফার ডাই অক্সাইড বের হবার জোগার হলো..ঠিক করলাম পালিয়ে যাব, আজ রাতেই..
Comments
Post a Comment