পর্ব: ১৪

রিয়াজ: ম্যানেজার সাহেব, রুম পাওয়া যাবে? 
ম্যানেজার: আমারে কন? 
রিয়াজ: জ্বি, আপনি কি এই হোটেলের ম্যানেজার? 
ম্যানেজার: হে হে হে, কি যে কন না, যেই না একখান হোটেল, তার আবার ম্যানেজার, হে হে হে 
ফিদা: ওই মিয়া হাসি থামান, নাইলে তিন মনি যেইটা খাইছি সেইটা দিয়া দিব 
ম্যানেজার: কি দিবেন? 
রিয়াজ: আরে কিছু না, ভাই একটা রুম দেন আজ রাতের জন্য 
ম্যানেজার: আপনেরা কয়জন? 
রিয়াজ: ৩ জন 
ম্যানেজার: ৩ জনই থাকবেন নাকি রাইতে ৪ জন হইবেন? 
ফিদা: ৩ জন কিভাবে ৪ জন হবে, যাদুর হোটেল নাকি এইটা? 
ম্যানেজার: হ, তা কইতে পারেন, হে হে হে 
রিয়াজ: ভাই, আমরা ভদ্র ঘরের ছেলে 
ম্যানেজার: হে হে হে, এইডা কি কইলেন ভাইজান? ভদ্রঘরের পোলাপাইন কি ওই কাম করে না? হে হে হে 
ফিদা: রিয়াজ তুই এখান থেকে যাবি না আমি যাব 
রিয়াজ: থাম তুই..ভাই রুমের ভাড়া কত? 
ম্যানেজার: সকাল পর্যন্ত ৩ জন থাকলে ১৫০ ট্যাকা, আর যদি ৪ জন হন তাইলে ১০০ টাকা, ৫০ ট্যাকা কম, হে হে হে 
সৌমিন: তাহলে তো ৪ জনই ভাল, কি বলিস তোরা? 
রিয়াজ: চুপ থাক বেকুব, না বুইঝা কথা বলিস না 
ফিদা: ভাইজান, ৩ জনে ১০০ টাকা রাইখেন, জীবনে কি টাকাটাই সব? 
ম্যানেজার: আইচ্ছা দিয়েন, ১০০ ই দিয়েন 
সৌমিন: ম্যানেজার সাহেব, সকালে কি কম্পলিমেন্টারি ব্রেকফাস্ট আছে? 
রিয়াজ: তুই চুপ করবি? ভাই রুমের চাবি দেন 
ম্যানেজার: চাবি লাগব না, দুই তলায় দক্ষিন দিকে ৩ নাম্বার রুম, আর পরসাব পায়খানা ধরলে নিচে আইসা কইরা যাইয়েন 
রিয়াজ: আচ্ছা ঠিক আছে 
ম্যানেজার: আর শুনেন, রুমের জানলা খুইলেন না 
ফিদা: কেন? জানালা খুলতে কি সমস্যা? 
ম্যানেজার: পিছনে একটা পুরান বাড়ি আছে, ওই বাড়িতে জ্বীন আছে, ব্যাডা জ্বীন 
সৌমিন: জ্বীন!!! ব্যাডা জ্বীন!!! 
ফিদা দ্রুত পকেটে হাত ঢুকিয়ে দিল, ৫ টাকার শেষ কয়েনটাও বুঝি এইবার যাবে.. 

Comments

Popular posts from this blog

দুঃখ করো না, বাঁচো !

এক টুকরো আকাশ !